দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দু গাঁজাব্যবসায়ীকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম আলী। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কাঁঠালতলা নামক স্থান থেকে ওই দু গাঁজাব্যবসায়ী জয়রামপুর নওদাপাড়ার মৃত পানজু হোসেনের ছেলে ওহিদ (৫০) ও একই গ্রামের কাঁঠালতলার আবু বকরের ছেলে শাহাবুদ্দিনকে (৩০) একশ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এসআই ইব্রাহিম আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।