দামুড়হুদায় জামায়াত নেতা গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মীর আনছার আলী (৫৫) নামের এক জামায়াত নেতাকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা মডেল থানার এএসআই শামসুল আলম বোয়ালমারী বাজার থেকে তাকে আটক করে। আটক জামায়াত নেতা উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত ছাদের আলীর ছেলে এবং নতিপোতা ইউনিয়ন জামায়াতের শ্রমিক কল্যাণ সম্পাদক। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। তাকে দর্শনায় নিহত শিবিরকর্মী রফিকুল হত্যামামলায় আটক করা হয়েছে বলে জানান দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব।