টিপ্পনী

 

খবর: (চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সরকারি ওষুধ নিয়ে টালবাহানা)

 

ওষুধ কোথায়?

গায়েব,

কে করেছে?

সাহেব-

ঝড় উঠেছে ঝড় উঠেছে

কে ঠেকাবে?

নায়েব!

 

ওষুধ হাওয়া যায় না পাওয়া

হাত রয়েছে কার?

খুব ক্ষমতা যার,

ছু মন্তর পানি পড়া

করবে না আর নড়াচড়া

এক ফুঁ দিলেই সব ঝঞ্ঝাট

হবে পগার পার!

 

-আহাদ আলী মোল্লা