এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩ এপ্রিল

 

স্টাফ রিপোর্টার: এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা ৩ এপ্রিল শুরু হচ্ছে। গত কয়েক বছর ধরে ১ এপ্রিল থেকে এ পরীক্ষা নেয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের অনুরোধে এবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা ১ এপ্রিলের পরিবর্তে ৩ এপ্রিল শুরুর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার এক স্মারক চিঠি জারি করেছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার সময়সূচি স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছে।