৯৭ উপজেলায় ভোট কাল : প্রার্থী ১ হাজার ২৫৯

স্টাফ রিপোর্টার: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৯৭ উপজেলায় কাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ২৫৯ প্রার্থী। নির্বাচনী এলাকায় ইতোমধ্যে সেনা, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। এটি স্থানীয় সরকার নির্বাচন হলেও মূলত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। এছাড়াও জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলো সমর্থিত বিপুলসংখ্যক প্রার্থী নির্বাচনে লড়ছেন। সংসদ নির্বাচনের পরপরই অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট উপজেলাগুলোর ভোটারদের মধ্যে এক ধরনের উৎসব বিরাজ করছে। পাশাপাশি টান টান উত্তেজনা ও উৎকণ্ঠাও রয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে টাকার ছড়াছড়ি ও ক্ষমতার অপব্যবহার চলছে বলেও বিস্তর অভিযোগ রয়েছে।