জীবননগর ব্যুরো: গতকাল সোমবার রাতে জীবননগর শহরের মুন্সী মার্কেট প্রাঙ্গণে অরনেট ইলক্ট্রনিক্স দ্বৈত গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল পিংকু-মামুন জুটি ২-১ সেটে খোকন-খবীর জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ জুটির হাতে পুরস্কার তুলে দেন। দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এম আর বাবু, জীবননগর কেন্দ্রীয় ঈদগার সাধারণ সম্পাদক আ. সালাম ইসা, বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমান ও খেলার স্পন্সর অরনেট ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী আব্দুস সবুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গতকাল অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় খোকন-খবীর জুটি ২-১ সেটে সাজেদুর রহমান-এম আর বাবু জুটিকে এবং সেমিফাইনালে পিংকু-মামুন জুটি ২-১ সেটে পলাশ-খায়রুল জুটিকে ও খোকন-খবীর জুটি ২-১ সেটে বাবলু-সবুর জুটিকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে পিংকু-মামুন জুটি ২-১ সেটে খোকন-খবীর জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন আবুল কালাম আজাদ এবং সহকারী ছিলেন রিপন ও জালাল উদ্দিন।