আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া নতুনকুঁড়ি আইডিয়াল স্কুল ও গাংনীর হেমায়েতপুর ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতপরশু অনুষ্ঠিত ওই খেলায় হাটবোয়ালিয়া নতুনকুড়িঁ একাদশ হেমায়েতপুর একাদশকে ১৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
হাটবোয়ালিয়া নতুনকুঁড়ি প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২২ রান করে। জবাবে হেমায়েতপুর ক্রিকেট একাদশ ৯৭ রানে অলআউট হয়। ফলে হাটবোয়ালিয়া নতুনকুঁড়ি ১৫ রানে জয়লাভ করে। বিজয়ী দলের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন মো. জিনারুল ইসলাম বিশ্বাস। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও সভাপতি, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রেনেসাঁ কেজি স্কুল। আরও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা একরামুল বুড়ো, মোহাম্মদ আলী মণ্ডল, বিল্লাল হোসেন কালু, আজাদ আলী বিশ্বাস, মহাবুল ইসলাম, মাথাভাঙ্গা পত্রিকার হাটবোয়ালিয়া প্রতিনিধি মুর্শিদ কলিন, অ্যাডভোকেট তারজেল হোসেন, মহিন, রাজিব, মামুন মণ্ডল, সালাহ উদ্দীন, সাহাবুল, সুমন, মিঠু, ডা. লাল মোহাম্মদ জিকু প্রমুখ। ধারাবিবরণ শাহ্ রিয়ার মানিক।