স্টাফ রিপোর্টার: ‘অগ্নি’ ছবিটি মুক্তির পর ভেঙে দিয়েছে দেশীয় সিনেমার অতীতের সব রেকর্ড। এমনটিই জানালো ছবিটির প্রযোজনা সংস্থা। ছবিটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ঢাকাসহ সারাদেশের ৯২টি সিনেমা হলে। প্রথম দিনেই ছবিটি ১ কোটি ২৫ লাখ টাকা আয় করে বলে জানানো হয়। দ্বিতীয় দিনে আয় করে ১ কোটি ১৫ লাখ টাকা।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনা ব্যবস্থাপক এনামুল করিম এনাম জানান, প্রথম দিনে রাজধানীর সবগুলো সিনেমা হলেই গড়ে দু লাখ থেকে ছয় লাখ টাকার টিকেট বিক্রি হয়। বিশেষ করে বলাকাতে প্রায় সাড়ে চার লাখ এবং যমুনা ব্লকবাস্টারে পাঁচ লাখ টাকার ওপরে টিকেট বিক্রি হয়। এছাড়া সনিতে দু লাখ, এবং অভিসারে আড়াই লাখ সেল হয়। আর ঢাকার বাইরে উল্লেখযোগ্য সিনেমা হলগুলোর মধ্যে নারায়ণগঞ্জের নিউ মেট্রোতে প্রায় আড়াই লাখ, ডেমরার রানীমহলে প্রায় পৌঁনে দু লাখ, টঙ্গীতে প্রায় সোয়া দু লাখ, যশোরের মনিহারে প্রায় দু লাখ, শ্রীপুরের চন্দ্রিমায় প্রায় আড়াই লাখ, সিলেটের নন্দিতায় দেড় লাখ, ময়মনসিংহের ছায়াবানীতে পৌঁনে দু লাখ এবং রাজশাহীর উপহারে দেড় লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে। এ ছবির মধ্য দিয়ে দেশের বেশকিছু সিনেমা হল টিকেট বিক্রির ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। যার মধ্যে টঙ্গীর আনারকলি, পটুয়াখালীর তিতাস সিনেমা হল উল্লেখযোগ্য। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আরেফিন শুভ, আলিরাজ, মিশা সওদাগর প্রমুখ।