মোবাইলফোনে চাঁদাবাজ সিরাজুলকে ধরতে মাঠে নেমেছে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুলতানা জান্নাতুল ফেরদৌসের নিকট মোবাইলফোনে চাঁদা দাবি করা হয়েছে। যে মোবাইলফোন দিয়ে চাঁদা দাবি করা হয়, তা শনাক্ত করা হয়েছে। আলমডাঙ্গার খাসকররার তালুককরার সিরাজুল ইসলামই মোবাইলফোনে চাঁদা দাবি করে বলে ইতোমধ্যেই তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার বাসিন্দা কলেজের প্রভাষক সুলতানা জান্নাতুল ফেরদৌসের নিকট গত ৯ ফেব্রুয়ারি মোবাইলফোনে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবির বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ জানার পর ওই মোবাইলফোন ব্যবহারকারীকে খুঁজতে শুরু করে। গতকাল মোবাইলফোনে কল করলে সনজু নামের এক যুবক কথা বলে। গোয়েন্দা পুলিশ তাকে ডেকে তথ্য নিয়ে জানতে পারে, তার মায়ের বর্তমান স্বামী তালুককররার সিরাজুল ইসলাম মোবাইলফোনটি ব্যবহার করেন। তিনি বর্তমান চুয়াডাঙ্গা ইসলামপাড়ার বাসিন্দা। এ তথ্য পেয়ে গোয়েন্দা পুলিশ সিরাজুলকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সিরাজুল ধরা পড়েনি।

Leave a comment