মুশফিকের নেতৃত্বে ওয়ানডে দল

 

স্টাফ রিপোর্টার: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টিতে চোটের কারণে ছিলেন না মুশফিকুর রহিম। নেতৃত্বে তার পরিবর্তে ছিলেন মাশরাফি মুর্তজা। সেরে ওঠায় আবারও অধিনায়কত্ব ফিরে পেলেন মুশফিক। গত শনিবার মুশফিকের নেতৃত্বে ওয়ানডে দল ঘোষণা করা হয়। সহঅধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু একদিনের সিরিজে তাকেই মুশফিকের ডেপুটি রাখা হয়েছে।

টেস্ট ও টি-টোয়েন্টিতে বাদ থাকলেও দলে ফেরানো হয়েছে নাঈম ইসলামকে। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া স্পিনার আরাফাত সানির ওপর আস্থা রেখেছে নির্বাচকরা। ওয়ানডে দলেও রাখা হয়েছে তাকে। ওয়ানডে দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, সোহাগ গাজী, আরাফাত সানি, মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন, আল আমিন, নাঈম ইসলাম ও শফিউল ইসলাম।