বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদীবাজারে অবস্থিত পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগের কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে বারাদী অঞ্চল আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী গোলাম রসুল ও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে চূড়ান্ত পর্যায়ের প্রচার-প্রচারণা ও গণসংযোগের বিষয়ে দিক নিদের্শনা দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, সহসভাপতি আসকার আলী ও আব্দুস সামাদ বাবুল বিশ্বাস, চেয়ারম্যানপ্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি গোলাম রসুলসহ নেতৃবৃন্দ।