মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানকে হেসেখেলে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু করলো বাংলাদেশ। আবুধাবিতে গতকাল শনিবার কোনো উইকেট না হারিয়েই সহজ জয় পায় তারা। আফগানিস্তান: ২১২/১০ (৫০ ওভার) বাংলাদেশ: ২১৬/০ (৪২.৩ ওভার) ফল: বাংলাদেশ জয়ী দশ উইকেটে শেখ জায়েদ স্টেডিয়াম নার্সারির দু নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান। আফগান ব্যাটসম্যানরা শুরুটা ধীরেসুস্থে খেলতে থাকে। ৬৯ রানে উসমান ঘানিকে ২৭ রানে রান আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন। এরপর থেকেই বাংলাদেশের দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে কাবু হয়ে পড়ে প্রতিপক্ষ। তবে মোহাম্মদ মুজতবার ইনিংস সেরা ৪৭, হাশমতউল্লাহ সাইদির ৪৩ ও অধিনায়ক নাসির আহমাদজাইয়ের ৪১ রানের সুবাদে দলীয় সংগ্রহ দুশ পেরোতে সহায়তা করে। মোসাদ্দেক সবচেয়ে বেশি তিন উইকেট নেন। দুটি পান রাহাতুল ফেরদৌস। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগান বোলারদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম ও জয়রাজ শেখ ২১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েছেন। সাদমান ১৪২ বলে ১৪ চার ও এক ছয়ে ১২৬ রানে অপরাজিত ছিলেন। অপর প্রান্তে জয়রাজ ৮১ রানে টিকে ছিলেন। ছোটদের বিশ্বকাপে এর আগে ১০ উইকেটের জয় এসেছে আরও সাতটি। সর্বশেষ এ বড় ব্যবধানে জিতেছিলো ইংল্যান্ড, তাও ২০০৮ সালে। তবে ২শর উপর লক্ষ্য নিয়ে কোনো উইকেট না হারিয়ে জয় পাওয়ার নজির এবারই প্রথম। সেটা এলো বাংলাদেশের হাত ধরেই। বি গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ ১৭ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে। এ পর্বের শেষ ম্যাচে তারা ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে। উদ্বোধনী দিনে অন্য ম্যাচগুলোতে অস্ট্রেলিয়া নামিবিয়াকে হারিয়েছে ১০১ রানে। পাপুয়া নিউগিনি ৬ উইকেটে হেরেছে স্কটল্যান্ডের কাছে। একই ব্যবধানে জিম্বাবুয়ে জিতেছে কানাডার বিপক্ষে। শ্রীলঙ্কার যুবরা ৪৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ৯৪ রানে জিতেছে। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ২১৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে ইংল্যান্ডের কাছে।