ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা স্টেডিয়ামে গোলাম হোসেন স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান। যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, শহিদুল ইসলাম, রনি, খাইরুল, ইমরান, টিপু, মকলেছ, বিপুল, হান্নান, অভি, মিন্টু, রিমন প্রমুখ। উদ্বোধনী খেলায় জাগো যুবসংঘ ২ রানে মাছেরদাইড় স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করে।