চারে পর্তুগাল, অনড় বাংলাদেশ

 

মাথাভাঙ্গা মনিটর: গত মাসের ফিফা ৱ্যাঙ্কিঙে শীর্ষ ২৫ এ কোনো নড়চড় হয়েছিলো না। এবার বেশ পরিবর্তন হলো। গত বৃহস্পতিবার প্রকাশিত ৱ্যাঙ্কিঙে স্পেন তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। কিন্তু কলম্বিয়াকে টপকে চারে উঠে এসেছে পর্তুগাল। সুইজারল্যান্ড ও ব্রাজিল প্রথম দশে আছে। ভিনসেন্ত দেল বস্কের দল অপরিবর্তিত শীর্ষ তিনে জার্মানি ও আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছে। গত বছর বিশ্বকাপে দলকে টিকিট পাইয়ে দেয়া ক্রিশ্চিয়ানো রোনালদোরা কলম্বিয়াকে পাঁচে নামিয়ে দিয়ে এক ধাপ উঠে এসেছে। উরুগুয়ে (৭) ও ইতালি (৮) এক ধাপ করে নেমে গিয়ে সুইজারল্যান্ডকে এগিয়ে দিয়েছে। ছয়ে উঠে এসেছে সুইশরা। ব্রাজিলকে নয়ে জায়গা করে দিয়ে দশে নেমেছে নেদারল্যান্ডস। ইংল্যান্ডের পতন হয়েছে দু ধাপ। থ্রি লায়নরা এখন ১৫ নম্বরে। উন্নতি হয়েছে ফ্রান্সেরও। ১৯৯৮ সালের বিশ্বসেরারা এখন দু ধাপ এগিয়ে ১৮ নম্বরে। অন্যদিকে বাংলাদেশ আগের অবস্থানেই আছে। ১৬৪ নম্বরে আছে লোডভিক ডি ক্রুইফরা। আর এশিয়ার মধ্যে ৩৫তম।