জীবননগরে সামিত দ্বৈত গোল্ডকাপ ব্যাডমিন্টনে খোকন-বিদ্যুৎ জুটি চ্যাম্পিয়ন

 

জীবননগর ব্যুরো: গতকাল বৃহস্পতিবার রাতে জীবননগর শহরের মুন্সী মার্কেট প্রাঙ্গণে সামিত এন্টারপ্রইজ দ্বৈত গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে খোকন-বিদ্যুৎ জুটি ২-০ সেটে ইসা-শাহিন জুটিকে ও পলাশ-সবুর জুটি ২-০ সেটে খবির-পিংকু জুটিকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে খোকন-বিদ্যুৎ জুটি ৩-২ সেটে পলাশ-সবুর জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঝিকড়গাছা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আজিম উদ্দিন বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমান, দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এম আর বাবু, সাবেক শ্রমিক নেতা মজনুর রহমান ও খেলার স্পন্সর সামিত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আ. সালাম ইসা এ সময় উপস্থিত ছিলেন। খেলার পরিচালনার দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ। তার সহকারীর দায়িত্বে ছিলেন রিপন ও জালাল।