মেসির গোলে ফাইনালে বার্সেলোনা

মাথাভাঙ্গা মনিটর: ফুটবলপ্রেমীদের সামনে আসছে আরেকটি ‘এল ক্লাসিকো’। গত বুধবার রাতে রিয়াল সোসিয়েদাদের সাথে ড্র করে স্প্যানিশ কাপ কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সেমিফাইনালের প্রথম লেগে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বার্সেলোনা লিওনেল মেসির প্রথমার্ধের গোলে দ্বিতীয় লেগে ১-১ এ ড্র করে। ফলে মোট ৩-১ ব্যবধানে জিতে ছয় বছরের মধ্যে চতুর্থবারের মতো কিংস কাপ নামে পরিচিত এ টুর্নামেন্টের ফাইনালে উঠলো বার্সেলোনা। সেমিফাইনালের দু লেগেই শক্তিশালী আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে গত মঙ্গলবার ফাইনালে উঠেছিলো রিয়াল মাদ্রিদ ২০১১ সালে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিলো বার্সা-রিয়াল। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সেবার শিরোপা জিতেছিলো রিয়াল। আগামী ১৯ এপ্রিলের ফাইনালে আবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এ দু দল। ক্যাম্প নউতে আগের লেগে ২-০ গোলে জেতায় সোসিয়েদাদের মাঠে নির্ভারই ছিলো বার্সেলোনা। প্রথমার্ধে ভুল পাস থেকে মাঝ মাঠে বল পেয়ে তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। ম্যাচের শেষ দিকে অঁতোয়ান গ্রিজমানের গোলে সান্ত্বনার ড্র পায় সোসিয়েদাদ।