স্টাফ রিপোর্টার: শেয়ালের কামড়ে হাতের আঙুল হারিয়েছেন দামুড়হুদা কলাবাড়ি মাঠপাড়ার গৃহবধূ হালিমা খাতুন (৩৫)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার সময় শেয়ালের সামনে পড়েন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ি মাঠপাড়ার জুলমত আলীর স্ত্রী হালিমা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, পাড়ার মধ্যদিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলাম। বাড়ির পাশের রাস্তায় শেয়ালটি ছুটে এলো। কামড়াতে গেলো। আমি হাত দিয়ে গলা চেপে ধরতে গেলাম। হাত যে মুখের মধ্যে চলে গেছে বুঝিনি। অপর হাত দিয়ে শেয়ালটি চেপে ধরে চিৎকার করি। বাড়ির লোকজন ছুটে এসে আমাকে রক্ষা করে। পরে দেখি হাতের একটি আঙুলের মাথা নেই। শেয়াল গিলে খেয়েছে।
হালিমা খাতুনের লোকজন প্রশ্ন তুলে বলেছেন, তবে কি শেয়ালটি ক্ষেপে গেছে?