জীবননগর ব্যুরো: গতকাল বুধবার রাতে জীবননগর শহরের মুন্সী মার্কেট প্রাঙ্গণে সামিত এন্টারপ্রইজ দ্বৈত গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জীবননগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহরাব হোসেন, বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমান, দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এম আর বাবু, সাংবাদিক সাব্বির আহমেদ ও খেলার স্পন্সর সামিত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আ. সালাম ইসা এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় পিংকু-খবির জুটি ২-০ সেটে বাবলু-খায়রুল জুটিকে, সবুর-পলাশ জুটি ২-০ সেটে নাহিদ-লিমন জুটিকে, ঈসা-শাহিন জুটি ২-১ সেটে সাজেদুর রহমান-এম আর বাবু জুটিকে ও খোকন-বিদ্যুৎ জুটি ২-০ সেটে খালিদ-মামুন জুটিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।