খবর: (স্ত্রীর সাথে মনোমালিন্যে নিজের গোপনাঙ্গ কর্তন)
কী ঘটনা ঘটলো সেদিন
কী ঘটনা ঘটলো-
সারা পাড়া রটলো।
মনে মনে সবাই বলে
রাতারাতি ফিনিস-
মিনসে বাবুর জিনিস।
জিনিস মানে কী?
তাও জানো না এই বয়সে
বলতে মানা ছি!
অঙ্গ কেটে গণ্ড স্বামীর
মারা গেলো তেশ-
রঙ্গ লীলা শেষ!
-আহাদ আলী মোল্লা