ঝিনাইদহ প্রতিনিধি: সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সাধারণ ছাত্র পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহরের পোস্টঅফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ ছাত্র পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জাহিদুর রহমান, সহসভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেশন জটের কারণে তাদের লেখাপড়া শেষ করতে ৩০ বছর সময় পেরিয়ে যায়। ফলে লেখাপড়া শেষ করে সরকারি চাকরিতে আর আবেদন করার সুযোগ থাকে না। তাই সরকারি চাকরিতে প্রতিযোগিতা করার সুযোগ দেয়ার জন্য সরকারের কাছে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানান বক্তারা।