চুয়াডাঙ্গায় ঝিলিক কিন্ডারগার্টেনের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ঝিলিক কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সুমিরদিয়া নীলার মোড়ে বিদ্যালয় প্রাঙ্গণে পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শিক্ষার্থীরা ১৫টি ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ হয়।

চুয়াডাঙ্গা ঝিলিক কিন্ডারগার্টেনের অধ্যক্ষ উম্মে হাবীবা হীরা’র সভাপতিত্বে প্রধান অতিথি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম মিনু, পৌর প্যানেল মেয়র-৩ সেলিনা ইয়াসমিন শম্পা, মো. খোকন মুন্সি ও আতিকুল ইসলাম কবির। এ সময় প্রধান অতিথি পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ঝিলিক কিন্ডারগার্টেন অল্প সময়ে মানুষের মনে স্থান করে নিতে পেরেছে। সেকারণে তিনি আশা করেন, এলাকার ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এগিয়ে যাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় উন্নয়নে নগদ আর্থিক সহযোগিতা করেন এবং বিদ্যালয় উন্নয়নে সবসময় পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।