টিপ্পনী খবর: (আলমডাঙ্গার ঘোষবিলায় প্রবাসীর বাড়িতে চোরচক্রের হানা)

চোর ঘুর ঘুর করে দেশে

চোর ঘুর ঘুর পাড়ায়,

অনেক চোরে বাহাদুরি

করে দু হাত নাড়ায়।

 

চোর ঘুর ঘুর করে রোডে

চোর ঘুর ঘুর থানায়,

হোটেলে কেউ ঘোরে ফেরে

কেউ হেঁসেলে-খানায়।

 

চোর ঘুর ঘুর করে ঘরে

চোর ঘুর ঘুর অফিসে,

বড় চোরের লম্বা দু হাত

ভাব নিয়ে খায় কফি সে।

 

 

-আহাদ আলী মোল্লা