মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামের ৩টি বাড়িতে ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও সোনার গয়না লুটে নিয়েছে ডাকাতরা। গত বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভবানিপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে জাহিদুর রহমান ইন্নাল, সাজেদুর রহমান ও সাহাব উদ্দীনের বাড়ির গেটের তালা ভেঙে ডাকাতরা ঘরে প্রবেশ করে। জাহিদুর রহমান ইন্নাল জানিয়েছেন, ১৫/২০ জন মুখোশ পরা অবস্থায় বাড়ির লোকজনের গলায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ধরে জিম্মি করে। এ সময় নগদ ৫০ হাজার টাকা, লক্ষাধিক টাকার সোনার গয়না ও ৮টি মোবাইল সেটসহ মুল্যবান জিনিসপত্র লুটে নেয়। বাড়ির কয়েকজনকে মারধরও করে। তবে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানিয়েছেন, বিষয়টি পুলিশ জানে না।