মহেশপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি মাদক ব্যবসায়ীকে বিএসএফ আটক করেছে।
জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে লাল্টু মিয়া (২৮) সকালে ৫০ নং মেন পিলার পার হয়ে ভারতের মহাজন হরিহরপুর গ্রামের নবিউল ইসলামের ছেলে আশিকুল ইসলামের কাছে ফেনসিডিল কেনার জন্য টাকা দিতে যায়। ওই টাকা নিয়ে দুজনের মধ্যে গোলযোগ হলে ভারতের মধুপুর ক্যাম্পের টহল বিএসএফ তাদেরকে আটক করে হরিহরপুর থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে যাদবপুর বিজিবির কোম্পানি কমান্ডার নওশের আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান আটককৃত লাল্টুকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে পত্র পাঠানো হয়েছে।