গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামের বখতিয়ার হোসেনকে (৩০) রড দিয়ে পিটিয়েছে প্রতিপক্ষের লোকজন। তাকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপও করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বামন্দী বাজারে এ ঘটনা ঘটে। বখতিয়ার স্থানীয় বিএনপি সমর্থক হিসেবে পরিচিত। তবে বখতিয়ারের একসময়ের কাছের কিছু লোকের সাথে কোন্দলের জের ধরে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামন্দী নিশিপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে বখতিয়ারকে বাড়ির সামনে থেকে কয়েকজন ধাওয়া করে। প্রাণ রক্ষায় দৌঁড়ে বামন্দী বাজারে অবস্থিত হাজি মতিয়ার রহমানের গোডাউনের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকেন বখতিয়ার। এ সময় তাকে ধরে রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। স্থান ত্যাগ করার সময় বখতিয়ারকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে। খবর পেয়ে বখতিয়ারের লোকজন তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করে। পরে গোপনে অন্যত্র সরিয়ে নেয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন আগে থেকেই বখতিয়ারের সাথে তার এক সময়ের কাছের কিছু লোকের বিরোধ শুরু হয়। বখতিয়ার ও অপর পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। এরই জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গাংনী থানার ওসি মাছুদুল আলম জানিয়েছেন, বখতিয়ারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। অন্তঃকোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে বখতিয়ারকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বের করা যাবে বলে জানালেন তিনি। বখতিয়ারকে খুঁজছে পুলিশ।