মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ উপজেলার নাটিমা বাজারে গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নাটিমা বাজারে অভিযান চালালে রোকন উদ্দীন নামের এক মাদকব্যবসায়ীর কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তার বাড়ি উপজেলার নাটিমা গ্রামে। মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে ঝিনাইদহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।