স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন হয়। গতরাত ৯টায় চুয়াডাঙ্গা তরুণ যুবসংঘ আয়োজিত শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করা হয়। তরুণ সংঘ পঞ্চমবারের মতো এ পূজা উদযাপন করলো। চুয়াডাঙ্গা বালির মাঠে কেক কাটেন বিশিষ্ট ঠিকাদার আলী রেজা সজল। উপস্থিত ছিলেন- কিশোর কুমার আগারওয়ালা ও শ্যামল দেবনাথ। তরুণ সংঘের সদস্যদের মধ্যে ছিলেন- সুবির, রুদ্র, অম্লান, অঙ্কুর, শৌফিক, শোভন, রুপম ও অমিত।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আদিবাসী পূজামণ্ডপসহ কয়েকটি স্থানে সরস্বতী পূজা উদযাপিত হয়।