৪০ লাখ ডলারের ভূসম্পত্তি রেখে গেছেন ম্যান্ডেলা

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলা তার পরিবারের সদস্যরাসহ ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, সাবেক কিছু কর্মচারী এবং কয়েকটি স্কুলের জন্য ৪০ লাখের বেশি ডলারের ভূসম্পত্তি রেখে গেছেন। ৪০ পাতার একটি উইলে এ সম্প্রত্তি দান করে গেছেন তিনি। উইলটি সোমবার পড়া হয়। উপপ্রধান বিচারপতি দিকগাং মোসেনেকে এক সংবাদ সাংবাদিকদের বলেন, ম্যান্ডেলার পরিবার আপাতত বই বিক্রির রয়ালটি বাদে ৪১ লাখ ডলারের সম্পত্তির ভাগ গ্রহণ করেছে এবং ম্যান্ডেলার তৃতীয় স্ত্রী গ্রাসা ম্যাশেল সম্পত্তির ওপর তার দাবি ছেড়ে দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে মোসেনেকে আরো বলেন, ভূসম্পত্তির কিছু অংশ ম্যান্ডেলার স্থাপিত তিনটি ট্রাস্টে ভাগ করে দেয়া হবে। এর মধ্যে রয়েছে তার ৩০ জনেরও বেশি ছেলেমেয়ে, নাতি-পুতির জন্য গড়ে তোলা পারিবারিক ট্রাস্টও। ম্যান্ডেলার উইল করে যাওয়া এ সম্প্রত্তি নিয়ে তার বিশাল এবং বিবাদ বিসম্বাদপূর্ণ পরিবারে আরো সংঘাত দেখা দেবে বলেই মনে করা হচ্ছে। গত বছর ডিসেম্বরে ৯৫ বছর বয়সে মারা যান ম্যান্ডেলা। তার সম্পত্তির মধ্যে আছে জোহানেসবার্গে একটি ব্যয়বহুল বাড়ি, পল্লী ইস্টার্ন কেপ প্রদেশে একটি বসতবাড়ি এবং নিজের আত্মজীবনী ‘লং ওয়াক টু ফ্রিডম’সহ বই বিক্রি থেকে পাওয়া রয়ালটি।