দামুড়হুদার সাড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে আগুন

 

দর্শনা অফিস: দামুড়হুদার সাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার ভোরে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দরজা ও ফুল বাগানের কাঠের বেড়ায় কে বা কারা শত্রুতামূলকভাবে আগুন ধরিয়ে দেয়। ভোরে কৃষকরা মাঠে যাওয়ার সময় আগুন দেখতে পেয়ে দ্রুত নিভিয়ে ফেলে। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করতে গ্রামবাসী তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।