ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির উদগীরণে নিহত ১৪

মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে বলা হয়, সুমাত্রা দ্বীপের সিনাবুং আগ্নেয়গিরির উদগীরণে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকালে এই আগ্নেয়গিরি প্রায় দু কিলোমিটারজুড়ে ছাইসহ লাভার উদগীরণ ঘটে। নিহতদের মধ্যে তিন স্কুলছাত্র ও একজন শিক্ষক রয়েছেন বলে ইন্দোনেশিয়ার জরুরি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। প্রায় তিন বছর সুপ্ত থাকার পর গত সেপ্টেম্বরে সিনাবুং থেকে অগ্নুৎপাত শুরু হলে ওই এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়। গত শুরুবার আবার তাদের ফিরিয়ে আনা হয়। ২০১০ সালে এ আগ্নেয়গিরির অগ্নুৎপাতে দুজন নিহত হয়। সে সময় অন্তত ৩০ হাজার লোক বাস্তুচ্যুত হন। এর আগে প্রায় ৪শ বছর এ আগ্নেয়গিরি থেকে কোনো অগ্ন্যুৎপাত হয়নি। ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে।