স্টাফ রিপোর্টার: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ফেরার পথে আশুলিয়ায় বাসচাপায় দু শিশুসহ তিন রিকশা আরোহী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন বাবা-ছেলে। গতকাল রোববার দুপুর ২টার দিকে আশুলিয়ার দৌড়মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। তুরাগ থানার এসআই ফেরদৌস আহমেদ জানান, এ দুর্ঘটনায় গিয়াসউদ্দিন (৩৮) ও তার নয় বছরের ছেলে ইয়াসিন এবং তাদের এক প্রতিবেশীর ছেলে রিপন (০৮) নিহত হয়েছেন। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে তুরাগ তীরে এসেছিলেন বলে জানান তিনি। এসআই ফেরদৌস বলেন, মোনাজাত শেষে একটি রিকশায় চড়ে যাওয়ার পথে আশুলিয়ার দৌড়মোড় এলাকায় পেছন থেকে একটি বাস তাদের চাপা দেয়। গুরুতর আহত তিনজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রিকশাচালক ও এক পথচারী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।