দামুড়হুদার কার্পাসডাঙ্গার বাজারে আজও নির্মাণ করা হয়নি পিলখানা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: আদি ব্যবসায়ী ক্ষেত্র ও জেলার মাংসের বাজার হিসেবে খ্যাত দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে আজও নির্মাণ করা হয়নি গরু ও ছাগল জবাইয়ের জন্য পিলখানা। ফলে যত্র-তত্র গরু ছাগলের জবাইয়ের কারণে ছড়াচ্ছে প্রকট দুর্গন্ধ চরমভাবে দুষিত হচ্ছে পরিবেশ। দামুড়হুদার কার্পাসডাঙ্গা এলাকার একটি আদি ব্যবসায়ী ক্ষেত্র তাছাড়া গরু ও ছাগলের মাংসের বাজার হিসেবে রয়েছে ব্যাপক পরিচিতি। এখানে গরু-ছাগল গুলি জবাই করার কোনো নির্ধারিত পিলখানা না থাকায় মাংস ব্যবসায়ীরা যেখানে সেখানে গরু-ছাগল জবাই করে থাকে। যে কারণে পশুর রক্ত ও অন্যান্য বর্জ্য যেখানে সেখানে ফেলে রাখে। এতে প্রকট দুর্গন্ধ ছড়িয়ে দুষিত করে পরিবেশ। পরিবেশ রক্ষা করতে পিলখানা নির্মাণ করার জন্য তড়িৎ গতিতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের ও সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করেছে সচেতনমহল।