ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএফএম ফারুক হোসেন। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে আকস্মিক তিনি বিদ্যালয় পরিদর্শনে আসেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং শিক্ষক ও অভিভাবকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। ফারুক হোসেনের সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন, বিদ্যালয়ের সভাপতি নুর ইসলাম, প্রধান শিক্ষক বিলকিস আরা, শিক্ষক মৌসুমী খাতুন, মনিকা আফরোজ প্রমুখ।