স্টাফ রিপোর্টার: বিশ্ব এজতেমা ও হিন্দু সম্প্রদায়ের স্বরস্বতী পূজার জন্য সোমবারের পরিবর্তে আগামী বৃহস্পতিবার হরতালের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
গত শুক্রবার সন্ধ্যায় দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব এজতেমার ২য় পর্বের আখেরি মোনাজাত শেষে মুসুল্লীদের নিজেদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের স্বরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল সোমবারের পরিবর্তে আগামী বৃহস্পতিবার পালিত হবে। এছাড়া, আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলেও জানান তিনি। শুক্রবারও এক বিবৃতি দিয়ে সোমবারের সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জামায়াত, যা বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম হরতাল। বিবৃতিতে বলা হয়, সরকার জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করছে।