স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার বার্ষিক বনভোজন গতকাল শনিবার দামুড়হুদার কোষাঘাটা ওয়েভ ফাউন্ডেশনের খামারে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চা সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, সহসভাপতি রাশেদ-উল ইসলাম জোয়ার্দ্দার দিপু ও মৌসুফা বেগম, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সদস্য আনোয়ার হোসেন, রাশিদা হাসনুয়ারা, অ্যাড. বজলুর রহমান, অ্যাড. মানিক আকবর, অ্যাড. এমএম শাহাজাহান মুকুল, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, অ্যাড. বেলাল হোসেন, মোহাম্মদ আলী শাহ মিন্টু, জুলহাস মিল্টু, কহিনুর বেগম, আহাদ আলী মোল্লা, আবুল কালাম আজাদ, লিটু বিশ্বাস, তানজিনা মনোয়ার মিনি, মনোয়ারা সুলতানা ময়না, প্রফেসর রবিউল হক, ইলিয়াস হোসেন, পারভীন লাইলা মালিক, মনিরুজ্জামান মনি, টিপু সুলতান, হাশেম আলী, শাহনাজ পারভীন শান্তি প্রমুখ। লোকমোর্চার সদস্য ছাড়াও বনভোজনে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বনভোজনের বিশেষ আকর্ষণ ছিলো ৱ্যাফেল ড্র। ৱ্যাফেল ড্র পরিচালনা করেন অ্যাড. বেলাল হোসেন।