আলমডাঙ্গায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বণ্ডবিলের শাহাজান গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যূরো: আলমডাঙ্গা থানা পুলিশ বণ্ডবিল গ্রামে অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহাজানকে গ্রেফতার করেছে।

জানা গেছে, আলমডাঙ্গার বণ্ডবিল গ্রামের আব্দুর রহমানের ছেলে শাহাজান (৩৫) যৌতুক মামলার পলাতক আসামি। প্রথম স্ত্রী সন্তান রেখে সে ৮ বছর আগে বাড়াদী গ্রামের পারুলা খাতুনকে বিয়ে করে। বিয়ের পর থেকেই পারুলা খাতুনকে যৌতুকের জন্য নির্যাতন শুরু করে। এক পর্যায়ে পারুলা খাতুন আদালতে যৌতুক ও নারী নির্যাতন মামলা করে। আদালত অভিযুক্ত শাহাজানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত পরশু রাতে আলমডাঙ্গা থানার এসআই আনিস সঙ্গীয় ফোর্স নিয়ে বণ্ডবিল গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। গতকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি: গ্রেফতারকৃত শাহাজান।