স্টাফ রিপোর্টার: নাজমুলের সহযোগী সাগরকে (২২) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার ভোররাতে তাকে তার বাড়ি চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবিপাড়া থেকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
পুলিশ বলেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা মহিলা কলেজ সড়কে সবুজপাড়া বায়তুল আতিক জামে মসজিদের মোয়াজ্জিন ছিনতাইয়ের শিকার হন। স্থানীয়দের সহযোগিতায় ঘটনার পরপরই কেদারগঞ্জপাড়ার নাজমুলকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই ভোরে সদর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়েছে। সে চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবিপাড়ার আজিজুল হক বাবুর ছেলে।
সবুজপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন আরিফুজ্জামান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। এ মামলায় গতকালই দুজনকে আদালতে সোপর্দ করে পুলিশ। নাজমুল একাধিক মামলার আসামি।