গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা নির্বাচনে বিএনপি তথা ১৯ দলীয় জোটের মনোনয়ন পাওয়ার লক্ষ্যে ১০ প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হচ্ছেন- চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক, উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান ও জেলা যুবদলের সাবেক আহবায়ক মুরাদ আলী। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দাল হক, উপজেলা বিএনপি সদস্য আশরাফ মহাম্মদ ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সদস্য আব্দুল লতিফ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা দলের সভাপতি লাইলা আরজুমান বানু ও উপজেলা মহিলা দলের সহসভাপতি সামিরন নেছা। তবে জামায়াতের দাবির প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান পদ তাদের জন্য ছেড়ে দিতে পারে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে একক প্রার্থী চুড়ান্তের লক্ষ্যে মতবিনিময়সভা হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জেলা বিএনপি সহসভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন। উপজেলা, ইউনিয়ন ও গ্রাম বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মনোনয়ন প্রত্যাশীরা একক প্রার্থী চুড়ান্ত করার বিষয়ে মতামত তুলে ধরেন। আজ শনিবার সকাল ১১টার দিকে একক প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি আমজাদ হোসেন।