স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় এক নারী ও এক শিশুসহ আহত হয়েছে ৫ জন। আহতদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল শামসুজ্জামান (৪৫) এক আসামি নিয়ে মোটরসাইকেলযোগে আদালতের উদ্দেশে রওনা হন। আদালতের অদূরবর্তী রাস্তায় থ্রিহুইলারের ধাক্কায় আছড়ে পড়ে তিনি আহত হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দামুড়হুদা জয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র খালিদ বেলা ১২টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য রাস্তা পার হতে গেলে মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। আছড়ে পড়ে খালিদ (৭) আহত হয়। সে জয়ারামপুর চৌধুরীপাড়ার আফজাল আলীর ছেলে। চুয়াডাঙ্গা জেলা সদরের রহেদ আলীর স্ত্রী চায়না (৩৫) এমনিতেই ছিলেন অসুস্থ। চিকিৎসার জন্য গতকাল সকালে আসেন হাসপাতালে। চিকিৎসা নিয়ে আলমসাধুযোগে বাড়ি ফেরার পথে দুপুরে নিজ গ্রাম জেলা সদরের তেঘরিয়ায় গরুরগাড়ির ধাক্কায় আহত হন তিনি। তাকে আবারও হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। এ ছাড়া আলমডাঙ্গা কয়রাডাঙ্গার খবির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আলুকদিয়া জ্যোতি বিস্কুট কারখানার অদূরে আখের রস বিক্রেতা আলী হোসেনের সাথে ধাক্কা মেরে আছড়ে পড়ে গুরুতর আহত হয়েছেন। আলী হোসেনও আহত হন। তিনি হুচুকপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন রাখা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।