মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের শীর্ষ ১০ জন অনুপ্রেরণাদায়ী বাংলাদেশির নাম প্রকাশ করেছে লন্ডনের ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন (বিবিপিআই)। এ তালিকায় সবার উপরে রয়েছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ রুমে বিশ্বের অনুপ্রেরণাদায়ী ১০ বাংলাদেশির পাশাপাশি ব্রিটেনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন এমন প্রতিভাবান ও প্রভাবশালী বাংলাদেশি বংশোদ্ভূত ১০০ জন ব্যক্তির তালিকাও প্রকাশ করা হয়। তালিকায় স্থান পাওয়াদের নাম ঘোষণা করেন ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী ব্যারোনেস সাইয়িদা ওয়ার্সি, ডানি আলেঙান্ডার এমপি, বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টিরিয়ান গ্রুপের চেয়ার এন মেইন এমপি, ডেইম টেসা জাওয়েল এমপি, লর্ড করণ বিলিমোরিয়া ও বাংলাদেশি রাষ্ট্রদূত মিজারুল কায়েস। সম্পূর্ণ তালিকা টিবিবি পাওয়ার এর ওয়েবসাইটে পাওয়া যাবে। ২০১২ সাল থেকে ব্রিটিশ বাংলাদেশি ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে আসছে বিবি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশনের প্রতিষ্ঠানটি। শীর্ষ অনুপ্রেরণাদায়ী ১০ বাংলাদেশির তালিকায় ড. ইউনূসের পরই রয়েছেন ইউটিউবের প্রতিষ্ঠাতা জোয়াদ করিম। আরো আছেন- ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, খান একাডেমীর প্রতিষ্ঠাতা সালমান খান, জাগো ফাউন্ডেশনের করবি রাখসান্দ, আইনজীবী সারা হোসেইন, ক্রিকেটার সাকিব আল হাসান, মেডট্রনিকের সিইও ওমর ইসরাক, সুমাইয়া কাজী ও এভারেস্ট জয়ী নিশাত মজুমদার।
২০১৪ সালের প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশি ব্যক্তিত্বদের তালিকাটি ২০টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজনীতি, ব্যবসা এবং শিল্পোদ্যোগ, আবিস্কার, মিডিয়া, স্পোর্টস, সংস্কৃতি, সেলিব্রেটি, রেস্টুরেন্টার্স ও উদীয়মান প্রতিভাবান ক্যাটাগরি। এই প্রথমবারের মতো পিপলস চয়েস নামে একটি নতুন ক্যাটাগরি সংযুক্ত করা করা হয় এবং এ ক্যাটাগরিতে তালিকাভুক্তদের পছন্দ করেছেন জনসাধারণ। সারাদেশ থেকে অনলাইন ও ডাকযোগে সাধারণ মানুষ প্রভাবশালী ও প্রতিভাবান ব্যক্তিত্বের নামে মনোনয়ন পাঠিয়েছেন। বিচারকমণ্ডলী যাচাই-বাছাই করে সাফল্য ও অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপনকারী পাঁচ জনকে মনোনীত করেন। এরা হলেন- নর্থাম্পটনের একজন উদ্যোক্তা হাম্মেদ আহমদ, হেড টিচার কভেন্ট্রি সফিনা আখতার মতিন ইসলাম ওবিই, পার্টনার জআর রহমান সলিসিটর জেলিনা বারলো রহমান, ফুল ব্রাইট স্কলার অব লন্ডন কাওসার জামান এবং লন্ডনের অ্যাসিড ভিক্টিম ক্যাম্পেইনার ব্যারিস্টার সাবিনা বেগম। এছাড়া বিবি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশনে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন- ইকবাল আহমেদ ওবিই (চেয়ারম্যান সিমার্ক গ্রুপ ও এনআরবি ব্যাংক), স্বপ্নারা খাতুন (ব্যারিস্টার এবং বিচারক), লুতফুর রহমান (সরাসরি ভোটে প্রথম বাংলাদেশি নির্বাহী মেয়র), আসিফ আনওয়ার আহমদ (থাইল্যান্ডে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত), প্রফেসর মুরাদ চৌধুরী (ট্রেজারার আরবিএস) এবং মিহির বোস (স্পোর্টস জার্নালিস্ট)। তালিকায় কম পরিচিত আরো কয়েকজন উদীয়মান ব্যক্তিত্ব রয়েছেন। তাদের মধ্যে আছেন- রূপা হক (ইলিং আসনে লেবার পার্টির মনোনীত এমপি প্রার্থী), জুবায়ের হক (ফরমুলা ফোর রেসিং ড্রাইভার)।