স্টাফ রিপোর্টার: রাস্তা পার হতে গিয়ে জীবননগর পিয়ারাতলা গ্রামের শিশু স্বপন গুরুতর জখম হয়েছে। গতকাল বুধবার বেলা ২টার দিকে একটি থ্রিহুইলারের ধাক্কায় সে আহত হয়। আহত প্রথম শ্রেণির ছাত্র স্বপনকে (৬) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বপনের মাথায় আঘাত লেগেছে বলে হাসপাতালসূত্রে জানা গেছে। স্বপন পিয়ারাতলা গ্রামের ইসমাইল মুন্সীর ছেলে।