দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দু ভাইকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে মাদকবিরোধী অভিযান চালান। এ অভিযানে পুলিশ ঈশ্বরন্দ্রপুর স্কুলপাড়ার মওলা বক্সের ছেলে সামাজুল (৩৭) ও জসিমকে (৩৪) গ্রেফতার করে। পুলিশ বলেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই জাকির হোসেন বাদী হয়ে সামাজুল ও জসিমের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে।