ডিঙ্গেদহ প্রতিনিধি: শঙ্করচন্দ্র ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। এ সময় তিনি বলেন, লেখাপড়া ছেলেমেয়েদের মেধার বিকাশ ঘটায়। তেমনি খেলাধুলা তাদের শারীরিক বিকাশ ঘটায়। তাছাড়া খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এজন্য ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দেয়ার জন্য অভিভাবক ও স্কুলের শিক্ষকদের প্রতি আহব্বান জানান। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল সামী, উপজেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের সভাপতি হাবিবুর রহমান, কৃষকলীগের সহসভাপতি লাল মোহাম্দ জোয়ার্দ্দার। দিনব্যাপি খেলাধুলা পরিচালনা করেন শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা নান্না, সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ক্রীড়া শিক্ষক আকবার আলী, দীননাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার সিদ্দিক। সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা করেন দৈনিক মাথাভাঙ্গা প্রকাশক ও সম্পাদক সরদার আল আমিনের পত্নী নূরনগর-জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুনা শারমিন শশী। বিকেল সাড়ে ৪টায় শঙ্করচন্দ্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তাহাজদ্দিনসহ সকল বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতায় শঙ্করচন্দ্র ইউনিয়নের ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন।