চুয়াডাঙ্গা ছাত্রলীগের জরুরিসভায় সভাপতির বিরুদ্ধে ক্ষোভ

 

বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের এক জরুরিসভা গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্তির সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুন্না, মকছুদুল হাসান, রিপন আলী, সাইফুল ইসলাম, চঞ্চল মাহমুদ, বুলবুল আহমেদ, যুগ্মসম্পাদক শফি উদ্দিন টিটু, রিংকু হোসেন জোয়ার্দ্দার, শাহাবুল হোসেন, রাজিব আহমেদ, নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, রাশেদ আহমেদ, রাজু আহমেদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান, পাঠাগার সম্পাদক আক্তার হোসেনু, তথ্য ও গবেষণা সম্পাদক জ্যামি, অর্থ সম্পাদক রিমন, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, বিজ্ঞান ও তথ্য সম্পাদক ইয়ামিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মিন্টু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মধু, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আব্দুল জব্বার, প্রচার উপসম্পাদক অপু, উপদপ্তর সম্পাদক শিহাব হোসেন, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, উপসাংস্কৃতিক সম্পাদক মুক্ত, উপপাঠাগার সম্পাদক আব্দুর রহিম, উপ তথ্য ও গবেষণা সম্পাদক মিল্টন হোসেন, উপ অর্থ বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, উপ আইন বিষয়ক সম্পাদক মিল্টন আলী, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, উপ স্কুলছাত্র বিষয়ক সম্পাদক রুবেল হাসান, উপ ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু শামাহ, সহসম্পাদক কামরুল হাসান, ফয়সাল হোসেন, মামুন-অর রশিদ জুয়েল, জেলা ছাত্রলীগ সদস্য মো. বিপু, শাহাবুদ্দিন, মো. শাফায়েত, মো. ফিরোজ আহমেদ, মো. শাহীন আহমেদ, সাব্বির হাসান চঞ্চল, বকুল আহমেদ, মো. বিপ্লব হোসেন, মো. রাশেদুল হাসান, রাসেল হাসান নয়ন, মেহেদী হাসান মালিক হিমেল, মো. আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান উজ্জ্বল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, আলমডাঙ্গা থানা ছাত্রলীগ সভাপতি সালমুন আহমেদ ডন, সাধারণ সম্পাদক আলাল হোসেন, আলমডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, সাধারণ সম্পাদক মিডেল মৃধা, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক তপন রেজা, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, দামুড়হুদা থানা ছাত্রলীগ সভাপতি জামিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু।

বক্তারা কার্যকরি কমিটির সভায় জোর দাবি দিয়ে বক্তৃতায় বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন দুদু জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ না রেখে বিভিন্ন সংগঠনবিরোধী কাজে লিপ্ত। তার কর্মকাণ্ড সংগঠনবিরোধী। ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রকাশ্যে মশালের পক্ষে নির্বাচন করেছেন এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নৌকার বিপক্ষে ভোটদান করার আহ্বান করেছেন। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ওপর বোমা হামলার তিনি ইন্ধনদাতা। জেলা আ.লীগের সাথে তার সম্পর্ক না থাকায় তার বিরুদ্ধে ছাত্রলীগের গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী মেনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য ও ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে তার কাছ থেকে দূরে থাকার জন্য এ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।