স্টাফ রিপোর্টার: আগুন লেগে পুড়েছে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় রাখা মালামাল। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুন আদালত ভবনের নিচতলায় সিঁড়ির কাছের আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া তিনতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে অগ্নিনির্বাপক বাহিনীর উপসহকারী পরিচালক জসীম উদ্দিন জানিয়েছেন। আদালত ভবনের নিচতলায় পুলিশ ব্যারাকের দক্ষিণ-পূর্ব পাশে মহানগর আদালতের মালামাল রাখার জায়গা। রেকর্ড শাখার পাশের ওই খোলা জায়গায়ই আগুন লাগে। আগুনে পুড়ে যাওয়া অংশের মধ্যে বিভিন্ন মামলায় জব্দ করা আলামত রয়েছে। অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনার পরপরই চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ বলেন, কী কারণে বা কিভাবে আগুন লাগল, তা বোঝা যাচ্ছে না। ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ের আগে লাগা এ আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত হবে বলে জানান তিনি। আগামী ৩০ জানুয়ারি আলোচিত এ মামলার রায় হবে।