সতর্ক মুদ্রানীতি ঘোষণা

স্টাফ রিপোর্টার: চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যাকে বিনিয়োগবান্ধব গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নর এ মুদ্রানীতি ঘোষণা করেন। আগের মুদ্রানীতির সাথে এর আর্থিক সূচকগুলোতে বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি আগের মতো ১৬ দশমিক ৫ শতাংশ ও ব্যাপক মুদ্রা ১৭ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া ব্যাপক মুদ্রা সরবরাহে প্রবৃদ্ধি অপরিবর্তিত ১৭ শতাংশ রাখা হয়েছে। তবে সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ১৯ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২২ দশমিক ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে এবার। কিন্তু গভর্নর বলেছেন, এখন পর্যন্ত সরকারের ঋণ নেয়ার মাত্রা বেশ পরিমিত। আশা করছি শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। বিষয়ে প্রধান অর্থনীতিবিদ হাসান জামান বলেন, সরকারের ঋণ গ্রহণের প্রবৃদ্ধি বাড়ানো হলেও মোট টাকার পরিমাণ বাড়েনি। চলতি অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে যে ২৬০ বিলিয়ন টাকা নেয়ার পরিকল্পনা করেছে তা-ই আছে। মুদ্রানীতিতে নীট বৈদেশিক সম্পদের প্রবৃদ্ধি বাড়িয়ে ১০ শতাংশ প্রক্ষেপণ করা হয়েছে, যা আগে ছিলো ৮ দশমিক ৪ শতাংশ। তবে নীট অভ্যন্তরীণ সম্পদের প্রবৃদ্ধি কমানো হয়েছে।