স্টাফ রিপোর্টার: সাভারে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে গতকাল শনিবার সকালে ফা এ্যাপারেলস গার্মেন্টের পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে। হেমায়েতপুরে ফা এ্যাপারেলস গার্মেন্টের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
শ্রমিকরা জানায়, বকেয়া ২ মাসের বেতন পরিশোধ না করেই চলতি মাসের ১৫ তারিখে বন্ধ করে দেয়া হয় সাভারের হেমায়েতপুরের ফা এ্যাপারেল কারখানা। পরিস্থিতি অবনতির আশংকায় কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।