ইডেন কলেজে আগুন আতঙ্কে ৮ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর সরকারি ইডেন মহিলা কলেজের হোস্টেলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে কলেজের ফজিলাতুন্নেসা ছাত্রী হলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কেয়া, ফাতেমা, সুমাইয়া, সাবিয়া, কামরুন্নাহার, তাসফিয়া, লিন্ডা ও রেশমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ৮টার দিকে হোস্টেলের ৮ তলায় রান্নাঘরের গ্যাস লাইন সামান্য লিকেজ হয়ে আগুন ধরে যায়। এতে হোস্টেলে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঐ সময় হোস্টেল থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়িতে শিক্ষার্থীরা পদদলিত হন। পরে হোস্টেল কর্তৃপক্ষ তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগে হোস্টেলের ডাইনিং রুমের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে গ্যাস লাইন নিয়ন্ত্রণ করে।