টিপ্পনী

 

খবর: (আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কে পাউয়ারটিলার ছিনতাই)

 

আপনারা খুব মানির মানি

লোকের বাড়ির ঝি,

পরের ধনে পোদ্দারি খুব

করে বেড়ান কী?

 

আর কী নিবা অজাত-বেজাত

সব হারামির ছা,

পাওনা কিছু তখন নাকি

চুলকে করো ঘা।

 

তোরা সবাই কুকুর-বিড়াল

ডাকলে আসিস তু,

ঘেন্না লাগে তোদের পাতে

এবার দেবো থু।

 

-আহাদ আলী মোল্লা