জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নবীননগর মাঠপাড়ায় ৩ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ডাকাতদল ৩ বাড়ি থেকে নগদ ১৭ হাজার টাকা ও মোবাইলফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সরোজগঞ্জ নবীননগর মাঠপাড়ায় ১০/১২ জনের একদল ডাকাত সরোজগঞ্জ বাজারের বস্তা ব্যবসায়ী মনিরউদ্দিনের বাড়িতে ঢোকে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৫ হাজার টাকা ও ১টি মোবাইলফোন লুট করে। এরপর ডাকাতদল একই পাড়ার ভ্যানচালক বশির আলীর বাড়িতে প্রবেশ করে ২ হাজার টাকাসহ মালামাল নিয়ে যায়। পরে ডাকাতদল কৃষক ইসা হকের বাড়িতে প্রবেশ করে ১০ হাজার টাকা ২টি মোবাইলফোনসহ গয়নাগাটি নিয়ে গেছে।